আমি এক কলম সৈনিক,
আমি নির্ভীক;
কাউকে করিনা ভয়।
সমাজের নির্মমতা যত,
লিখিব তত;
সাদা কাগজের পাতায়।
আমি এক প্রতিবাদী কণ্ঠ,
বুকে বয়েছে সংগ্রামী রক্ত;
সমাজের এ চরম নিষ্টুরতায়,
কলম নিয়েছি আঙুলের ডগায়।
আমি এক বিদ্রোহী,
করিব সংগ্রাম,
গেয়ে যাব আমি-
সদা সত্যের জয়গান।
আমি এক বিপ্লবী,
সকল বাঁধা হানি;
চলব সত্যের পথ ধরি।
আমি ঝড়-জঞ্জা করিনা ভয়;
কাউকে করিনা পরোয়া,
নেই আমার পরাজয়।
কেউ করতে পারবেনা আমায় প্রতিহত;
আমার কলম চলবে অবিরত।
আমি কাউকে করিনা ভয়,
আমি কলম সৈনিক,
আমি নির্ভীক, অকুতোভয়।।