আকাশ জুড়ে ঋণের বোঝা
বেড়েই চলে নিত্য,
চলার পথে সবার কাছে
ঋণী আমি সত্য।
ধাপে ধাপে ভিন্ন ভাবে
করছেন যারা সহায়,
ঋণী করে রাখছেন সদা
ভালোবেসে আমায়।
তাদের দেনা পরিশোধের
সময় নেইতো বেশী,
তাইতো ঋণের যন্ত্রণা সই
একাই এলোকেশী।
প্রতি দিনই ঋণ যে আমার
বেড়েই চলছে সত্য,
ঋণের দায়ে চিন্তিত তাই
ধুঁকছে আমার চিত্ত।