জগত নামের পাঠশালাতে
আমি একজন ছাত্র।
চলার পথে ধাপে ধাপে
শিখছি দিবারাত্র।
মায়ের কাছে শিক্ষা পেলাম
সত্য কথা বলতে।
ধর্মের গুরু শিক্ষা দিলেন
নিষ্ঠার সহিত চলতে।
বর্ণবোধের শিক্ষা শুরু
গুরুর হাতটি ধরে।
শিক্ষা দীক্ষায় সবার জীবন
আলোকিত করে।
স্রষ্টার সৃষ্টি শিক্ষা দিচ্ছে
আপন বেগে লড়তে।
ন্যায়ের পথে সঠিক রথে
মানব জীবন গড়তে।
শিক্ষা দিচ্ছে বিশ্বজগৎ
শিক্ষা দিচ্ছে মাটি।
উচিত শিক্ষায় জীবনখানা
করতে হবে খাটি।