ভাবছ আমি একা আছি, সঙ্গে কেউ নেই।
চাঁদ দেখি, তারা দেখি, আকাশ দেখি,
আমার একাকীত্ব কই?
আমায় নিয়ে ভেবো না আর মিছে,
আমি তো একাকী নই!
আমি চাঁদে তোমার মুখ দেখি,
তারায় খুঁজি চোখ।
আকাশ মানে তোমার ছায়া,
তাতেই আমার সুখ।