ওগো শুনছ! আমি মারা যাচ্ছি।
আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে
আর বেরিয়ে আসছে দুর্গন্ধ।
আমার খুব কষ্ট হচ্ছে।
এই ক'বছর আগেই এই দেহ ছিল সুন্দর সুগম।
সকলেই আমায় ভালোবাসত,
হ্যাঁ, অনেক অনেক ভালোবাসত।
কিন্তু আজ সকলের অবহেলায় আমার এই পচন,
সকলের অযত্নেই আমি আজ মৃত্যুমুখী।
আমি মানুষ নয়, কোনো জীবও নয়,
আমি...আমি তোমাদের অবহেলিত সংস্কৃতি
আমায় একটু বাঁচাবে? বাঁচতে দিবে?
আমি বাঁচতে চাই তোমাদের হাত ধরে
বাঁচতে চাই-- আরো কয়েকটা দিন।