ঐ যে দেখো আকাশ পানে মেঘের আনাগোনা,
চাষীর শ্রমে মাঠে মাঠে ফলছে শুধু সোনা।
সো-সো শব্দে বায়ুর বেগে গাছের কাণ্ড দোলে,
দুধের শিশু আরাম করে ঘুমায় মায়ের কোলে।
ঐ যে দেখো পাহাড় বেয়ে নামছে ঝর্ণাধারা,
রাতের নভে জ্বলছে দেখো লক্ষ কোটি তারা।
অথিত পাখি শাপলা শালুক দেখতে পাবে বিলে
চেয়ে দেখো দুপুর আকাশ রেঙেছে বেশ নীলে।
ঐ যে দেখো হরেক মৎস্য আছে পুকুর জলে,
বাগানের ঐ গাছগুলো সব ভরে আছে ফলে।
পৌষের সাথে শীত যে আসে হিমের ঘোমটা দিয়ে,
রাতের বেলা জোছনা আসে চাঁদের আলো নিয়ে।
আর কত যে বলব আমি, নেই-তো বলার শেষটা,
এমন ভাবে সাজানো ঐ ভারত মায়ের বেশ টা।
দেখে দেখে মুগ্ধ হবে, মিটবে তোমার তেষ্টা,
রকমারি রঙে রাঙা আমার সোনার দেশটা।