মানব কুলে জন্ম যখন
মানুষ হতে চাই।
ফানুস হয়ে জগত মাঝে
বাঁচার মূল্য নাই।
শপথ নিচ্ছি আজকে আমি
করব ভালো কাজ।
দেশের তরে জীবন খানা
গড়ব আমি আজ।
খারাপ কর্ম ছেড়ে দিয়ে
হয়ে যাব সৎ।
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
ধরব শান্তির পথ।
অভ্রের মতো উদার মনে
করব আমি দান।
দরকার হলে দশের জন্য
দিয়ে দিব প্রাণ।
দেশের তরে জীবন দিয়ে
সুখি হতে চাই।
মানব সেবায় স্বর্গের শান্তি
খুঁজে আমি পাই।