আজো আমার মনে পড়ে-
সেই হারানো শৈশবের কথা।
আজো আমি একা একা ভাবি সে শৈশব,
খুঁজে ফিরি তারে বেলা-অবেলায়।
আমি আবার ফিরে যেতে চাই,
সেই অতীতে হারানো ছেলে বেলায়।
আজো মনে পড়ে ঐ মাঠের প্রান্তে
বন্ধুদের সাথে কত হৈ চৈ আর গণ্ডগোল,
করেছি কত ঝগড়া ঐ খেলার বেলায়
এসব হারিয়ে গিয়েছে কোন এক অজানায়।
এ মন! আবার ফিরে যেতে চায়।
সেই অতীতে হারানো ছেলে বেলায়।
হাসি-খুশি ভরা সে খেলার মেলা,
বন্ধুদের সাথে ঐ পুরাতন পাঠশালা।
সেই স্মৃতিময় দিনগুলোর কথা
নিরিবিলি ভাবি আমি বেলা-অবেলায়।
এ মন! আর একটি বার ফিরে যেতে চায়।
সেই অতীতে হারানো ছেলে বেলায়।
তুফানের মাঝে আম কুড়ানোর সে দিনগুলো
আজো আমায় হাতছানি দেয়, বলে ফিরে চলো,
চলে এস ছেলেবেলার আপন ঠিকানায়।
কিন্তু, এসব আজ মিশে গেছে স্মৃতির পাতায়।
হায়! আমি আর একটি বার ফিরে যেতে চাই
আমার সেই হারানো ছেলে বেলায়।
আমি একটি বার ফিরে পেতে চাই আমার শৈশব।
আমি আর একটি বার ফিরে যেতে চাই
সেই অতীতে হারানো ছেলে বেলায়।।