ভারত আমার জন্মভূমি
আমার প্রিয় দেশ।
ভিন্ন রূপে সাজে যখন
দেখতে লাগে বেশ।
ভোর বেলাতে সূর্য উঠে
ফুটে নানা ফুল।
ফুলের মধু খেতে তখন
ছোটে অলি কুল।
কিচির মিচির পাখির শব্দে
ভাঙে আমার ঘুম।
মধুর ছন্দে বৃষ্টির পড়ে
ঝুম ঝুমা ঝুম ঝুম।
কল কল শব্দে নদী চলে
মৃদু বাতাস বয়।
প্রজাপতি ফুলে ফুলে
মনের কথা কয়।
রূপের দেশের রূপের কথা
বলব কত আর।
সবার সেরা দেশটা আমার
তাই স্তুতি গাই তার।