ভবের মাঝে জীবন খানা
একবার মাত্র পাই।
এই জীবনটা চলে গেলে
আরতো সুযোগ নাই।
তাইতো আমার জীবন খানা
সফল যেন হয়।
সত্য পথে করব যাপন
করব না আর ক্ষয়।
নদীর মতো চলবে ভবে
আমার জীবন রথ।
অসৎ কর্ম ছেড়ে দিয়ে
হয়ে যাব সৎ।
সমাজ মাঝে ফুটব আমি
যেমন গোলাপ ফুল।
স্বার্থের তরে ছুটব না আর
করব না যে ভুল।
মানব হয়ে জন্ম নেওয়া
আমার শ্রেষ্ট ধন।
জন্ম আমার সফল করতে
করছি এসব পণ।