বাংলা আমার মায়ের ভাষা
বাংলায় মিটে মনের আশা
বাংলা আমার বুকে।
এই ভাষাতে হেসে খেলে
সকল কাজে তৃপ্তি মেলে
তাইতো আছি সুখে।
কথা বলা, লেখা, পড়া
এই ভাষাতেই ছন্দ গড়া
কলম নিয়ে হাতে।
দিনে রাতে আমার কর্মে
বাংলা আছে সকল মর্মে
ভেজাল নেইকো তাতে।
বাংলায় আমি স্বপ্ন আঁকি
বাংলা আমার প্রাণের পাখি
নেই যে তাহার তুল্য।
শহীদ গণের রক্তে কেনা
বাংলা আমার নিত্য চেনা
দিব উচিত মূল্য।
এসো আজি দলে দলে
বাংলা মায়ের পদ তলে
খুঁজে পাবে রতন।
বাংলা মোদের আদর করে
বুকের মাঝে আঁকড়ে ধরে
রাখবে মায়ের মতন।