বইয়ের বুঝা কাঁধে নিয়ে বিদ্যালয়ে যাই যখন,
সবার চোখে কত স্বপ্ন ভেসে উঠে ঠিক তখন।
বাবা বলেন --
আমার খোকা অনেক ভালো বুদ্ধি আছে ক্ষুরধার,
বড়ো হলে সে যে হবে মহান একজন ডাক্তার।
মাতা বলেন --
ওগো তুমি আমার কথা একটু শুনো এবার,
আমার আশা খোকা হবে আই.এ.এস. অফিসার।
কাকা বলেন --
শুনো বাবু তোমায় বলছি ভালো করে পড়ো,
ইঞ্জিনিয়ার হয়ে তোমার জীবনটাকে গড়ো।
মামা বলেন --
সি.এ. করতে মেধা লাগে এটা মনে রেখো,
ভালো করে অঙ্কগুলো আগে থেকেই শেখো।
দাদু বলেন --
নাতি আমার অতি ধীমান হোক না সে ব্যারিস্টার,
নাহয় হোক না মোদীর মতো মহান এক মিনিস্টার।
ভিন্ন জনের ভিন্ন ইচ্ছা ঠিক থাকেনা আমার হুশ।
আমার ইচ্ছা আমি হব আদর্শবান এক মানুষ।