শস্য শ্যামল গ্রামটি আমার ছোটো নদীর তীরে,
ছবি আঁকি ছন্দ গড়ি মধুর গ্রামটি ঘিরে।
আমার গ্রামের বাগান মাঝে ফল ঝুলে রয় গাছে,
হরেক পাখি সুর তুলে গায় ফড়িং নাচে ঘাসে।
চাষী ফলায় সোনার ফসল ক্ষেতের মাঠের পরে,
গ্রামের বধূ কলসী কাঁখে জল নিয়ে যায় ঘরে।
সকাল হলে মৌমাছিরা উড়ে ফুলে ফুলে,
বর্ষাকালে বন্যা আসে নদীর দুটি কুলে।
বিকাল বেলা ছেলেরা সব খেলা করে মাঠে,
নানান রকম জিনিস মেলে গ্রামের ছোটো হাটে।
গরু নিয়ে রাখাল ছেলে ঘরে ফিরে যখন,
পাহাড় ঘেঁষে রবি মামা অস্ত যায় ঠিক তখন।
আমার গ্রামটি এক পরিবার সবাই সবার আপন,
সুখে দুঃখে একই সাথে সময় করি যাপন।
বিপদ এলে দল বেঁধে সব কাঁধ মিলিয়ে লড়ি,
বাঁচার জন্য সবাই মিলে বাধার প্রাচীর গড়ি।