সবুজ শ্যামল আসাম আমার নদী পাহাড় ঘেরা,
প্রকৃতির ঐ রূপ-লাবণ্যে এই রাজ্যটি সেরা।
এন.সি. হিলের পাহাড়গুলো মাথা উঁচু করে,
ঠায় দাঁড়িয়ে আজও আছে হাজার বছর ধরে।
ব্রহ্মপুত্র, বরাক নদী বয়ে চলছে নিত্য।
দিচ্ছে যত জলজ সম্পদ উজাড় করে চিত্ত।
আরো কত উপনদী আশেপাশে আছে,
বিলের জলে বাসা বাঁধে নানান রকম মাছে।
বৃক্ষশাখে পাখিরা গায়, ঝিঁঝি পোকা ডাকে,
সন্ধ্যাবেলা হুতোম পেঁচা শির ঘুরিয়ে হাঁকে।
আমার রাজ্যে অঢেল সম্পদ রপ্তানি হয় পণ্য,
এক খড়্গীয় গণ্ডার পেয়ে হলাম মোরা ধন্য।
চায়ের জন্য বিশ্বসেরা জানি তাহা সবে,
এমন রাজ্য আর কি আছে আমাদের এই ভবে?
তাইতো বলি সবার সেরা আমার আসাম ভূমি,
প্রকৃতির এই রূপ সমাহার দিয়ে যাচ্ছে চুমি।