পৃথিবীর গায়ে আজ অসুখের গন্ধ
শিকল খুলেছে হিংসার রুদ্ধদ্বার।
প্রতি পদে পদে চলছে দীর্ঘশ্বাস
নীলাভ গুমোট চারদিকে হাহাকার।
আমরা এখানে দ্বেষের সমর্থক
বিবাদে পূর্ণ মাঠ আর বন্দর।
মানবতা ভুলে ধর্মান্ধের ব্যাধি
কুরে কুরে খায় আমাদের অন্তর।
আমরা এখানে ভায়ের রক্তে ভিজি
মায়ের কোলেতে সাজাই মৃতের লাশ।
অশ্রাব্য আজ সমতার সেই গান
বাঁচার জন্য করি তাই হাঁসফাঁস।