আমাদের ছোট গ্রাম দেখ যদি আসি,
দেখিবে ধানের খেতে সোনা রাশি রাশি।
আলোয় ভরা, ছায়ায় ঘেরা আমাদের গ্রাম।
আঁকা বাঁকা ছোট নদী বয়ে চলে অবিরাম।
বৃক্ষরাজী-তরুলতা আছে সারি সারি;
মাঝে মাঝে আছে তার বসত বাড়ী।
রাখাল বাজায় বাঁশি মিষ্টি তার সুর।
নীল আকাশে ওড়ে পাখি যায় বহু দূর।
ঝোপে-ঝাড়ে, মাঠে, বাগানে বসে বিহগের ঝাঁক।
অন্ধকারে জোনাক জ্বলে, ঝিঝি পোকার ডাক।
পলাশ শিমুল ডালে দেখিলে আগুন।
বুঝে নিও মোদের গ্রামে এসেছে ফাল্গুন।
ডুবন্ত সূর্যের আভায় উদাস হয় মন।
মিলে মিশে থাকি মোরা যেন বন্ধু-স্বজন।
সুখে-দুঃখে থাকি পাশে সবাই আপন জন;
বন্ধু তুমি বেড়াতে আসিবা রহিল নিমন্ত্রণ।