কৃষি বিলটা পাশ হয়েছে কর্পোরেটদের তরে,
কৃষক সবাই রাজপথে তাই অনশনে মরে।
মিটিং মিছিল করছে তারা দিচ্ছে ট্র্যাক্টর রেলি
কারণটা যে এই বিলেতে ওরাই হচ্ছেন বলি।
কেন্দ্র সরকার পাষাণ অতি নেই যে তাদের মায়া,
লাঠিচার্জে জখম হচ্ছেন মোদের কৃষক ভায়া।
ক্ষতি অনেক কৃষিজীবীর এমন আইনের ফলে,
ঠকছে আজি কৃষকদেরকে নানান ছলে বলে।
যাদের শ্রমে খাচ্ছি দৈনিক সবার পেটটি ভরে,
অন্নদাতা সেই কৃষকদের উপোস নয়ন ঝরে।
রুটি সব্জী খেয়ে সবাই বেঁচে আছি নিত্য,
তবু কেন ওদের কষ্টে নড়ে না এই চিত্ত।
কষ্ট করে জোগায় যারা প্রতিদিনের অন্ন,
কেন নামবে পথে আবার ন্যায্য পাওনার জন্য?
তাদের কথা একটু ভাবো ওহে নির্মম সরকার,
খেয়ে বেঁচে থাকতে হলে ওদেরকে খুব দরকার।