রোজই যাতায়াতের পথে দেখি--
একটা শিশু-- বয়স দশ কিংবা বারো,
কাজ করছে সে একটা হোটেলে।
শীর্ণ শুষ্ক তার দেহ আর উস্ক খুস্ক চুল,
ক্ষুধার্ত পেটে খাবার দিচ্ছে ওয়েটারদের
ওর দু'চোখে ক্লান্তির ছাপ,
মুখে তবু হাসি, অনাবিল হাসি!
শিশুটা তার হাসির সুরক্ষার দাবী রাখে
আধুনিক সভ্যতার কাছে।
সে বাঁচতে চায় আরো দশটি শিশুর মতো,
ছড়িয়ে দিতে চায় তার এই নিষ্পাপ হাসি,
সূর্যের মতো দীপ্তি নিয়ে সভ্য সমাজের মাঝে।