পৃথিবীটা বড্ড ছোটো হয়ে গেছে
বস কিছু এখন হাতের মুঠোয়,
ইচ্ছে করলেই পুরো জগত দেখতে পাই--
মোবাইল স্ক্রিনে, নিরিবিলি নির্জনে।
পৃথিবীটা কতো সহজ হয়েছে আজ
হ্রাস পেয়েছে সকল পরিশ্রম,
বেড়ে গেছে শুধু আঙুলের নড়াচড়া
ঘরে বসে সব লেনদেন, বোঝাপড়া।
পৃথিবীটা অনেক অনেক এগিয়ে গেছে
পিছিয়ে পড়েছে শুধু মনুষ্যত্ব,
তাই ভীষণ আক্ষেপ মনে মনে
হৃদয় যে গলে না আজ হৃদয়ের প্রয়োজনে।