আনন্দ বিষাদের চরম ঠেলাঠেলি
আর সমোলচনার তীব্র ঝড়ে
অধঃপতনের মাঝেই দাঁড়িয়ে আছি
ভীষণ ভীষণ ভারাক্রান্ত মনে।
প্রতিনিয়ত না পাওয়ার কিছু চাওয়া
আবার না চাওয়ার কিছু পাওয়া,
বুকে জমা থাকা না বলা কিছু কথা
আর অভিমানেরা দুর্বিষহ করে তুলে এ জীবন।
ইচ্ছেরা উঁকি মেরে চঞ্চল করে তোলে
অসংখ্য বেদনার ছোঁয়ায় মৃতপ্রায় এই মন।
নতুন করে স্বপ্ন দেখে আবার জেগে উঠি
প্রত্যুষের রাঙা আলোর সাথে।
লক্ষ্যে পৌঁছানোর উজ্জ্বল পথ দেখে,
স্বপ্নে আঁকা সুখ ছবির আনাগোনায়
জীবনকে রঙিন করে সাজানোর
চিরন্তন আকাঙ্ক্ষা মনে জেগে রয়।