মোদের দেশের আজব শহর
দেখতে লাগে কষ্ট।
রাস্তা ঘাট আর পরিবেশটা
হয়ে যাচ্ছে নষ্ট।
রাস্তার মাঝে দেখবে অনেক
গর্ত আছে ভাই।
একটু খানি বৃষ্টি হলে
কষ্টের সীমা নাই।
শহর ভর্তি ময়লার স্তূপ,
গন্ধে ভরা আজ।
এটা হল আমার দেশের
উন্নয়নের কাজ!
বর্ষিত জল জমা থাকে
রাস্তায় বারো মাস।
নিত্যদিনে কৃত্রিম বন্যা
শহর হচ্ছে নাশ।
শহর গুলোর আজব কথা
বলব কত আর।
এমন শহর দেখে আজি
মাথায় হাত সবার।