সংবাদ মাধ্যম বদলে গেছে
করছে শুধু আজব।
ব্যাঙে খাচ্ছে সাপটি গিলে
লিখছে এমন গুজব।
ইঁদুর নাকি বিড়াল তাড়ায়
টিভির পর্দায় দেখছি।
হরিণ খাচ্ছে বাঘটি ধরে
সংবাদপত্রে পড়ছি।
আরো কত আজব সংবাদ
শুনবে তুমি নিত্য।
খবর নিয়ে দেখতে পাবে
একটুও নয় সত্য।
লোভে পড়ে নিউজ চ্যানেল
দিচ্ছে মিথ্যা সংবাদ।
এদের হাতেই আমার দেশের
গণতন্ত্র বরবাদ।
এসব দেখে মনের মাঝে
লাগে অনেক ব্যথা।
প্রকাশ করা যায়না ভাষায়
এত দুঃখের কথা।