রোদেলা সকাল,
শহরের বুক চিরে ছুটে চলছে
একদল নির্লজ্জ মানুষ,
ওরা সম্পূর্ণ উলঙ্গ;
পরনে এক টুকরোও বসন নেই।
কতটা নির্লজ্জ হলে এই শহরের বুকে
সভ্যতার চোখে চোখ রেখে
এরকম হাঁটা যায়...
সে কথা ভাবতে ভাবতে মুখ বুজে
আমরাও ওদের অনুসরণ করে চলছি...
দীর্ঘকাল ধরে।