শহরের ঐ মোড়ে বিশাল বড় একটা ঘরে,
কর্তা বাবু একাই থাকেন বহু বছর ধরে।
ছেলে মেয়ে মস্ত মানব বিদেশ দিছেন পাড়ি,
কর্তা বাবু কুকুর নিয়ে পাহারা দেন বাড়ি।
হঠাৎ একদিন কর্তা বাবুর শরীর খারাপ করে,
থর থর করে কাঁপছেন তিনি ভীষণ রকম জ্বরে।
হাসপাতালে নিয়ে গেল কাজের বুয়া এসে,
বাবু বুঝি যাবেন মারা আজই কেশে কেশে।
ওপাশ থেকে খবর এল ভীষণ ব্যস্ত তারা,
এই মুহূর্তে দেশে আসতে পারছে না যে ওরা।
ফরমান এল বলতে তাদের টাকা লাগবে কত,
বলছে তারা খরচ করতে ডাক্তার চাইবে যত।
পরের দিনই কর্তা বাবু দিয়ে দিলেন পাড়ি,
পরকালে চলে গেলেন সবকিছুটা ছাড়ি।
গ্রামের লোকজন জড়ো হয়ে এসে দলে দলে
বাবুকে আজ কবর স্থানে নিয়ে গেলেন চলে।
পুত্র কন্যা আসল না কেউ থাকল সবাই দূরে,
কেবল দেখি কুকুরটার দু'চোখে অশ্রু ঝরে।