যাকে তুমি আপন ভেবে
করবে আজি ভালোবাসা,
সেজন তোমায় ধোঁকা দিবে,
ভেঙ্গে দিবে সকল আশা।
যাহার খোঁপায় বাঁধবে তুমি
বাগে ফোটা রাঙা গোলাপ।
সেই রমণী ভুলবে তোমায়,
ভুলে যাবে সকল আলাপ।
ভালোবেসে আপন হৃদয়
সঁপে দিবে যাহার তরে।
সময় হলে চলে যাবে
অন্য লোকের হাতটি ধরে।
নব্য যুগের প্রেমের খেলা
এমন ভাবে চলছেরে ভাই।
মিথ্যা প্রেমে ভরছে জগত
নিঃস্বার্থ প্রেম কোথাও যে নাই।
প্রেম সাগরের মাঝি যারা
হিসাব করে দেখো এবার।
প্রেম দরিয়ায় ডুববে যখন
ডাঙ্গা ফিরে পাবে কি আর?