সেবক সেজে নেতার বেশে চেয়ার লোভী কত,
মানব সেবার জিগীর তোলে অসৎ মানুষ যত;
খানিক স্বার্থের পরশ পেলে তারা
বিক্রী করবে এক নিমেষে সারা,
ভাঙবে সকল অঙ্গীকার, কুকর্মেতে যে নেশা,
বাঘের বেশে খেঁকশিয়ালী হলো ওদের পেশা।
সমাজ সেবক লেভেল এঁটে নামছে ভোটের মাঠে,
আগা-গোড়া নেই-তো জানা সাজছে নেতা লাটে;
চেয়ার লোভে নিত্য আঁটে ফন্দি
যেন সে হয় এ জামানার গান্ধী;
ধাপ্পাবাজির মহানায়ক, ধর্মকর্মের নেই জোশ,
ছোবলমারা তাদের দোষ, পরের ক্ষতিতে হয় খুশ।