ভারতের নভে ছিলে এক রবি
যোগ্য পিতার শ্রেয় সন্তান।
আমরা সবার আদর্শ তুমি
এই ভারতের শিক্ষার প্রাণ।
দেশের স্বাধীনতার ইতিহাসে
তুমি ছিলে এক অনন্য ব্যক্তি।
তোমার মতো নায়কদের হাতে
মোদের দেশটা পেল যে মুক্তি।
ছিলে বহুভাষী প্রাজ্ঞ লেখক
ছিলে এক মহান উর্দূ কবি।
দেশের প্রথম শিক্ষামন্ত্রী
রাজনীতির এক সৌম্য ছবি।
ইউ.জি.সি. সহ কত কমিশন
শিক্ষার তরে করিলে গঠণ।
লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী
আজও যেথায় করছে পঠন।
নভেম্বরের এগারো তারিখ
মহানেতা তুমি এসেছিলে ভবে।
তব জন্মদিনে শিক্ষা দিবস
আজও পালন করতেছে সবে।
ইতিহাসে অতি উজ্জ্বল নাম
এ মৌলানা আবুল কালাম।
আজিকে তোমার জনম দিবসে
জানাই হাজার হাজার সালাম।