দীর্ঘ কালের তীব্র সংগ্রামে অর্জিত তুমি---
ঐতিহাসিক পনেরো-ই আগস্ট
লক্ষ লক্ষ বীর শহীদের রক্তে লেখা তুমি---
আমার স্বাধীনতা দিবস।
আজ পনেরো-ই আগস্ট--- খুলে দেখি ইতিহাস
সেই ব্রিটিশ হায়নাদের অকথ্য অবিচার
সেদিন ভারতের বুকে নেমেছিল হাহাকার।
যুদ্ধ শুরু করেন--- সকল দামাল ছেলে,
হাসি মুখে দিলেন প্রাণ, তবু যদি স্বরাজ মেলে।
স্বরাজ, স্বরাজ বলে ঐ ভারতের প্রান্তরে,
কত বীর বীরাঙ্গনার প্রাণ গেল ব্রিটিশের খঞ্জরে।
অবশেষে তুমি পনেরো-ই আগস্ট এনে দিলে স্বরাজ।
রক্তে ভেজা সোনার মাটিতে ফুটলো পদ্ম---
গান্ধীজী, নেতাজী, কালাম, গফফারের মতো
আরো লক্ষ লক্ষ ভাইয়ের হাত ধরে।
তাঁদের বলিদানে আজ-- স্বরাজ জন্মগত অধিকার
বিনা শ্রমে প্রাপ্ত বলে দিতে পারিনি তার মূল্য,
করতে পারিনি উচিত মূল্যায়ন।
তবুও গর্ভভরে সেই পরম্পরা মেনে পালন করি---
"পনেরো-ই আগস্ট, স্বাধীনতা দিবস"।