ভুলের তো একটি সীমা থাকাই চাই
এমন ভুল যে ভুলে কোন ক্ষমা নাই!
কিছু কিছু মানুষের মন শুধু ভুল ভরা
স্বভাব একটি সহজাত আচরণ সুলভ।

কাকে বলা যায় কে শুনবে ঐ'আচরণ?
মানতেই চায় না যে সে তারা অসভ‍‍্য!
এক সময় মানুষ হয়তো অভাবে কিছু
স্বভাব নষ্ট হতে পারে তাই বলেই কি

অভাব সীমাহীন তাই অভাব উর্ত্তীণের
সুযোগ হলেও যদি না হয় পরিবর্তন।
স্বজ্ঞান ভুল সেই ভুল মানুষ জনতার
নাই কোন ক্ষমা কোন অবস্থায় কোন

দিন ও কাল দ্বিবা-নিশি অনুসূচনাতে।
ভুল ভুল আর ক্ষমা সর্বনাশ করছেই
একের পর এক ভুল করা মানুষেরাই।
যত করছে ভুল বাড়ছে ক্ষমতা সর্বদা

খাবো খাবো স্বভাব উর্দ্ধগতি চলমান।
ভুল এমন আকার ধারণ যারন‍্যা ভুল
স্বভাব-চরিত্র মানুষদেরই অভাবেরও
থাকে না শেষ, শেষ হয় না ভুল কর্ম।

ওরা চেনে না খোদা-তাওয়ালার ধর্ম
সত‍্য-মিথ‍্যা ভেদাভেদ এ'পার ঐ'পার!
তাই তো আজ সমাজ ব‍্যবস্থার দুরাবস্থা
মানুষ যদি মিথ‍্যা না ছেড়ে সত‍্য শোনে
সত‍্যকেই মিথ‍্যার আড়ালে রেখে দিচ্ছে।

তাই তো সত‍্য গোপন নিরবতা পালনরত
সত‍্য বলছে দেখি ওরে মিথ‍্যা কতদিন
ভুল পথে চলে সত‍্যকে গোপন রেখে ঐ'
ভুল জীবন মানুষ ভুল মানুষ মন কতটা

নির্মম জীবন-যাপন সক্ষম অপেক্ষিতরা।
ঐ'কথায় রয় না আল্লাহ্ ছেড়ে দেন' ছাড়
দেন না। চির-সত‍্য প্রবাদ সত‍্যই অচিরে
যথার্থতা প্রকাশ পায় ধ্বংস হয় মিথ‍্যারা।

সত‍্য-সত‍্যই জাগ্রত জাতি দেখে ভুলেরা
ভুল পথ চলা মানুষরা ঐ'দেখা ধ্বংসত্বে।
তারপরেও কি মানুষ দেখে শিখছে সত‍্য?
সঠিক পথ চলা অনন‍্য মানুষ মন মানবতা

করবো না কখনো অন‍্যায় ভূগবো না আর
ঐ'যে অনিয়ম অপ্রিয় জীবনবোধের তরে।
ভুল কভূ করবো না সত‍্যের পথ চলবো
সমাজ পাবে আদর্শতা জীবন মান অনন‍্য।

ভুল ভুল মন মানুষ মানবতা জীবন তটে
হবো না নিজ কর্মফলে ধ্বংস করবো না
আমারই মতন অপর মানুষদেরকেও ঐ'
রুপ অপকর্ম ফল ভুল জীবন চক্রাকারে।

তবেই মানুষ মানব জীবন চলন-বলনেই
সভ‍্যতার সুখকর অতি সাধারণ স্বচ্ছতায়।