ভুল করে ক্ষমা চাওয়া
তা তো বেশ!
তাই বলে এমনটি নয়
যেন নষ্ট মন।
সেই মনটি ক্ষমা নয়
সময় নষ্ট করি।
চলি বেহুশ মন রচনা
অপূর্ব হয় কি?
সেই প্রাণ মন জীবন
ক্ষমা হতে পারে।
সুন্দর জীবন ঐ'রূপ
আশা করা ভুল!
অতি নন্দিত নয় তো
করি পণ উত্তম!
হই যেন চরিতার্থ সুখন
প্রেম মন বিধাতা।
গ্রহণে রয় অনন্য সূধা
ভুল তো নয়!
যেন ভুল হতে শিক্ষা
নিতে জানা চাই।
অপূর্ব শিক্ষা স্বপ্ন বাজ
উচ্চ চূড়ায় যেতে;
না পাই যদি শিক্ষামন
হয় কি ক্ষমামন।
চলমান..