কোথায় আছে ভূত ভয়
কে দেখেছে ভূত?
অদেখা অচেনা শোনা মন
জুজুর ভয়ও শোনা!
দেখতে পাই না স্বচোখটি
ভূত ভয় জুজূর ভয়!
মান্য তেমন সমস্যা নেই
মানুষ ভূত সর্বনাশা!
সেই ভয় ভূত অধিক হয়
এ'কেমন মানুষ ভয়?
আমরা মানুষ হবো কেমনে
ভূত ভয় জুজুর ভয়।
****************
বাণী: ভূতের ভয় অদেখা! জুজুর ভয় বোঝা যায়। মানুষের ভয় দেখা। ভুত হতেও ভয়ংকর। এমন মানুষ অমনুষ্য।