জ্ঞান অর্জন ভ্রমণ উদগ্রীব মন
যাওনা ছড়িয়ে দেশ-বিদেশ।
পর্যটন কর্পোরেশন ভ্রমণ ইচ্ছা
জানতে পারা যায় অজানাকে।

সেই ইচ্ছা পোষণ জাগ্রত চেতনা
তারাই যারাই বিদ‍্যানুরাগী!
বিধাতার বিধান যাই যেখান যা
প্রকাশ করতে জানাতে হয়।

বিকশিত হয় মানব বিবেক বোধ
অনন‍্য সৌন্দার্য লাভ ধন‍্যতা!
শোভা ছড়ায় সুখ মন প্রাণ আত্মা
হ্নদয় মাঝে জাগ্রত জাতিতে।

সুন্দর সুন্দর দীপ্তমান উপলব্দির
এক অভিভূত পরিবেশ লাভ!
অজানাকে দেখা জানা যুগান্তরে
ভাবতে অবাক লাগা ভ্রমণে।

কত যে কত সুন্দর নানার ধরণ
ঘর কোণ আর ঘর এক নয়!
দেশ যেমন দেখা রয় নানা দিক
সবুজ শ‍্যামল একক চেতনায়।

জ্ঞানের আলোয় ভরপুর হয় মন
কত আপন লাগে ভাল লাগা!
সুন্দর অপূর্ব শোভা ভরা সৌখিন
কত স্মৃতিমাখা প্রিয় দেশ রত্ন।

অজানা সকল ইচ্ছা জাগে জানার
দেশ ভ্রমণ মন প্রাণ হয় খুঁশি!
সেই তারাই যারাই আপন ভূবণটি
নিজ চেতনা দ্বারা পূর্ণতা পায়।
********************
বাণী: ভ্রমণ খুবই ভাল একটি শখ! তারাই ভ্রমণ বিলাসী হবে। যারাই বিবেকের অনন‍্য প্রকাশ ঘটায়ে সুন্দর জীবন স্বপ্ন অঙ্কন করতে জানবে। তেবেই স্বার্থকতা লাভ পেয়ে ভ্রমণ মানব মনটি মুগ্ধতা ছড়াতে থাকবে। অন‍্যথায় তেমন কোন ফল আশা করাটাই বোকামী ছাড়া আর কিছু নয়।