এমন জামানা আসছে; যে জামানার নাম শেষ জামানা
ভন্ড আর ঠঁকবাজে ভরে যাচ্ছে গ্রাম-গঞ্জ-দেশ-বিদেশ।
কে আলেম; আর কে ভন্ড; কে সুশিক্ষা; কে অশিক্ষিত?
মুখে মিষ্টি-কথা; অন্তর লোভ-লালসা বোঝা বড়ই দ্বায়!

তাই তো দেশ জনতাকে বলছি জেনে রেখো তোমরা
নিজরা সর্তক থাকি ভন্ড হতে; রাখবে সন্তান-সন্তোতি।
অপর কখনো হয় না আপন; হলেও হয় স্বার্থ মন লোভ
চির-সত‍্য এই বাক‍্যটি রাখলে মন-প্রাণ মধ‍্যে গেঁথে।।

হবে না বিভ্রান্ত ঐ'সকল ছদ্মবেশ ভন্ড অভিনয় সেরা
ভালো মানুষী মুখোশ পরিহিত শয়তান পীরবাবাদের।
ওরা এমন ভন্ড তদবির দোয়া ইসলাম ধর্ম নাম কলঙ্ক
শুধু ওরাই পীরবাবা ঈমাম হুজুর নয় সাধারণ শিক্ষিত!

কঠোর পরিশ্রম অধ‍্যাবসায় বাদে সহজ অর্থ-কামাই
পথ বেছে নিয়েছে; নিচ্ছে এক-শ্রেণির দূষ্কৃতকারীরা।
ওদের হতে খুবই সাবধান ও সর্তকতা অবলম্বন করা
অবশ‍্যই অবধারিত ওরা সংঘবদ্ধ বদমাহিশরা চলমান।

নিজরা চলুন আল্লাহর নাম নিয়ে; দোয়া শিখুন নিজে
আমল করুন একা একাই; আল্লাহ্ সব জ্ঞাত সর্বত্রে!
ভন্ডের নিকট তদবির নিতে গেছেন কি পেয়ে বসবে
বুঝতেই পারা খুবই কষ্টসাধ‍্য; এমন ভাবে বলবে যা!

আপনার মনের কষ্টের সহিত মিল খুঁজে পাবেন আর
সেই সুযোগে ভন্ড; পেয়ে বসবেন আপনার সরলতা।
কত উপদেশ দোয়া-কালাম-কবজ-আংটি-ফতুয়ার-
কাইতেন-গিট্টুর-হিসেব-নিকেশ-শেষ থাকে না ওস্তাদি।

শয়তানের বাচ্চাদের এমন ভয়ংঙ্কর তদবিরে সর্বশান্ত
দিশেহারা ভূক্তভোগী এ'সমাজ ধরণী মানুষ জনতারা।
একটি কথা জেনে রাখা ভাল; সেই কথাটি এই শুনুন
যারা তদবির দেয় বিভিন্ন হুজুর গাজী দরবেশ পীররা!

ওরা যদি এমন ভাবেই বিধাতার ভক্ত হবে তবে কেন
ওরা ওদের মঙ্গলে ভাগ‍্যকে উন্নতি করতে পারে না?
ওদের কেন শেষ পরিনতি ঘটে অপব‍্যাখ‍্যায় বদনাম?
মিথ‍্যা ফতুয়ায় লুটে নিচ্ছে হাজার-হাজার-অর্থ-কড়ি।

নিজ জ্ঞানে চলা শিখি ভন্ড দরবার বসা নয় বসি ধর্ম
জ্ঞান-অর্জনে-ধর্মীয়-শিক্ষামূলক-বই-পস্তুক পাঠে মন।
সাবধান সর্তক! সাবধান সর্তক! ভন্ড ধর্মবিকৃত হতে!
সে যে কোন ধর্মেরই হোক না কেন সকল ভন্ড হতেই।
*******************************
বাণী: ভন্ডামী করে কখনো কেউ কোন কালেই জয় লাভ করতে পারেনি। আর ভন্ডরা ধর্মীয় শিক্ষার সহজ দূর্বলতাকে পূঁজি করেই মানুষ হয়েই মানুষেরই সাথে করে আসছে। যা অধর্ম। ঐ'সকল ভন্ডদের হতে সর্তক ও সাবধানতা অবলম্বন করে চলাই প্রতিটি সুনাগরিকদের উচিৎ।