ভালোবাসা এক অতিমহৎ গুণ
যদি ধৈর্য ধারণ রহে মন!
সেই মনটি ভালোবাসা ভরপুর
তীব্র চাওয়া-পাওয়া অধৈর্য।
উভয়ই সমমনোভাব নয় সংশয়
বয়স বেমানান কাঁচা ফল!
লোভ-লালসা-সংযত-সেই হ্নদ
প্রকৃত ভালোবাসা জানে।
এমন মন অধিকার প্রেম যুগল
অনন্য সেরা স্বর্গ আশা।
জীবন-যৌবন পায় সবুজ দেখা
এক সময় বেসেছিলাম!
পবিত্র মন মনিকুঠিরে হ্নদয় মন
একাকার কত আপন জানা!
সত্যই প্রেম কথা ভালোবাসা গল্প
বেসেছিলাম আপন স্বর্গবাস।
চলমান...