হয়তো অনেক লোক অনেক কথা
অনেক লোকের ভীড়ে আমি একা!
কেউ শুনবে না আমার কথা কবিতা
তবুও আমি লেখি মনের মাধূর্যতায়।
এ'ধরা ধামে আজ আছি কাল নেই
সব জানা রয় বিধাতার সেই মনটি!
যেন এমন কর্ম করি স্মরণীয় থাকে
সকল জনতা আপনত্ব অন্তর মাঝে।
আমি কবি কি না জানি না তবু লেখি
হাজার জনতার ভীড়ে হয়তো আমি;
ঠাঁই পাবো মানবতা কল্যাণকামী মন
লেখা যাওয়া একটি কবিতা জনপ্রিয়ে।
আমার দেশ বাংলাদেশ; আমি বাঙ্গালী
জাতি ভেদাভেদ আমি মানি না সভ্যতা।
আমি দেখি আমরা মানুষ হবো কেমনে
কোন কাজে স্বর্গ পাবো সেই কাজ করি।
অনেক কথা বলা যাবে; ফল হবে কি?
যে কথায় ভীড় জমে ফল বিনা ফসল!
হরেক রকম মামা আর ভাগ্নে ছয়লাভ
ছত্রাক ব্যাঙ ছাতা ভীড় জমে পরগাছা।
অমন সকল অভেজাল বাক্য চরণলোক
আমরা কেমন করে হবো মানুষ সুন্দর?
সেই জীবন কামনা বাসনা কম কথা তাই
ভীড় হবে কর্মফল ভোগ যোগ বিয়োগে।
সময়েরই সাথে নিজকে সাঁজাতে জানা
তবেই মানুষ পাবে দেখা উত্তম জীবন।
অদেখা জ্ঞান অজানা বুদ্ধি ভীড় হিতকর
মানব মানবতা তরী চল অগভীর নদে।
সেই ভীড় জীবন মান মানবতা মুক্তিতে
আমি চলছি চলে আসছি মুক্তমন প্রাণে।
কোন লাভ খুঁজি কখনো জীবন ভেলায়
ভীড় করেছি কেমনে শুধরাবো নিজকে?
অপরের করি কোনই ক্ষতি ভীড় মনটি
সেই না চল আসছি এ'ধরা মানবতায়।
আমি একা বড়ই একা চলছি আপনেই
নেই কোন মন মাঝে তেলাপোকা সদা।
***********************
বাণী: আমি মুক্তিকামী মানুষ। শৃঙ্খলা মান্যই ইমার কাজ। আমি যেমন সুউচ্চমান। অপরকেও আমির মতন মনে ভাবী। তাই তো আমি প্রেরণায় পড়ি। অনুপ্রেরণা ভীড়ে অদেখা স্বপ্ন রয় ধরা ছোয়ার বাহিরেই। এমন মন জীবন মানবতায় অন্তরায়। যা পরিহার করাটাই উত্তম।