ভ-তে ভাল;
মানুষ যদি হয় ভাল
তুলনা হয় না!
অতুলনীয় মানুষ মনুষ্য
কতটা অপূর্ব ঐ'
অনন্য শোভা উদ্ভাসিত
প্রাণ জুরায় মন।
ভাবনা যেন পরম সুখী
হাজারো ফুল মন।
ফুটায় একে অপারপর
মানুষই মুখে বলে!
মানুষ হতে মানুষ ভাল
গর্বেই বুক প্রশান্তি।
মানুষ যদি হয় মনুষ্যবোধ
জগৎ সংসার বিজয়।
যথার্থ বিশ্ববিশ্বাস পরিণত
সুখ-শান্তিতে পরিবার।
প্রতিবেশীও তেমন ভাবনা
এক একক সত্ত্বা হ্নদে।
আশার আলো জ্বালায় বাতি
আলোকিত দেশ বৈদেশ।
ল-তে ললিত মনুষ্য ললার্টে
অঙ্কিত মুগ্ধকর সুশৃঙ্খল।
ভাল ভাল ভাল সদা সর্বত্রে
বিজয় ভাল মনটিও ভাল।।