কপাল গুণেই কথা
ভাগ‍্য দোষে বোকা!
কথার কথা ক'কথা
ভাগ‍্য দোহাই বলি।

আর কপাল দোষই
কর্ম করে খেতে হয়।
বসায়ে কী খাওয়ায়
এমন কে রয় এ'ধরা।

জীবন যুদ্ধ বড় কথা
সময় বড় অসহায়ত্ব।
ভাগ‍্য দোহাই দিও না
কর্মই ভাগ‍্য তৈরি হয়।

পরের পিছনে না হেটে
হাট হাট বাজার কর্মে।
কর্ম কখনো ছোট নয়
বৈধ কাজে লজ্জ্বা নেই।

লজ্জ্বা অসভ‍্য কর্মকান্ড
জানা চাই জানা থাকা'
চাই সকল মানূষ সদা
আসল নকল সজাগে

সদা সর্তক জ্ঞানার্জন।
মন্দ পথে পথিক নহে
সভ‍্যতার পরিচয় জানা।
অপকর্ম ধনী বনা মনে

আসবে কেমন করে ঐ'
স্বর্গশোভা সুগন্ধি নাকে?
শেষ দশা মন্দ কাজেরই
শাস্তি ভোগ দোষ বিধাতা।।

এমন স্বভাব পাপ অধারিত
রেহাই নহে ঐ'পার দোযখ।
সু'কর্ম সু'সভ‍্য সু'আচরণেই
ভাগ‍্য অবিচল অনন‍্য মনুষ‍্য।

আমরা করব জয় ভাগ‍্যের
অপূর্ব সৌভাগ‍্য রচনা ফল।।
সফলতা ভরা মুগ্ধ মননেই
দুনিয়া আখেরাত সর্বত্র সুখ।

ভাগ‍্য বলবৈ কথা হাসিমূখ
একৈ আপর মানুষরা বলবে'
দেখো অমক কত ভাগ‍্যবান
মুখটি দেখেই বুঝা যাচ্ছে।।

ভাগ‍্য কখনো মানুষ করে
কি মানুষকে বড়? সুকর্মই
ভাগ‍্যকে দেয় বহুগুণ সুউচ্চ।।
ভাগ‍্য নয়; কর্ম ভাগ‍্য প্রসূতি
সুজলা সুফলা ঝীবনবোধ।।