আজিকের এই দিনটি শেষান্তে
কবি জীবন একটি বৎসর শেষ!
বয়স যেন হুরহুর করে বাড়ছে
কেমন করে বছর যাচ্ছে চলে।

আর ক'টি দিন থাকা ধরণীতে
নিজ নিকট নিজেই প্রশ্ন কেন!
কোন কারণ আনলেন বিধাতা
এতো সুন্দর পৃথিবীটা দেখছি!

আপন ভূবন সেরা আমার জন্য
আমি এক অতিক্ষণ জন্মা জন!
অনেক প্রশ্ন জাগা জাগ্রত জাতি
আমার হৃদয় খানা উত্তর খোঁজ।

কেন এলাম আর কেন গেলাম
কিসের জন্য বিধাতা আনেন?
কেন বা নিয়ে যান পরপার ঐ'
আসা আর যাওয়া কি পেলাম!

কি রেখে গেলাম কর্মটি প্রজন্ম
সেই কথাটিই ভাবনা জাগায়।
জীবন চলার পথটি কত তরাই
উৎরাই আপন-পর ভাল লাগা।

দেখা অদেখা সুউচ্চমান মনন
যেথায় করেছি ভাল কর্ম কার্য।
ভাবতেই ভাল লাগা রয় মনটি
এমন কোন কর্ম অফল অভুক্ত!

হৃদয় মাঝে আছান মেলা সুখ
কোন কারণ হয়তো ভুল হলে'
মন বড়ই বিচলিত হই ব্যাকূল
আপসোর্স কেন করেছি অমন?

জন্ম আমার মানুষ রূপ ধারণ
যদি না হই প্রকৃত মানুষ সভ্য!
বুদ্ধি জ্ঞান বিদ্যতাপূর্ণ সেরাজন
হবে কি স্বার্থক সুখ পূর্ণ জীবন?

জীবন চলার পথে করি যদিভুল
তাই আজিকের দিনটিতে চাই!
ক্ষমা সকল জনতা পিতা-মাতা
এই দেশ বাংলা আমার-বৈদেশ।

হে বিধাতা ক্ষমা করে দিও আর
যেন কোন ভুল না করি এ'ধরায়।
বাকী যে ক'টি দিন রাখবে সেই
দিন সপ্তাহ্ মাস বছর যুগান্তরে।

তাই তো আজিকের দিন আমার
ঝরে গেলো জীবন হতে তা বেশ!
বিদায়ই বৎসরটি সুখে রেখেছিল
ভাল কেঁটেছে সব মিলায়ে অনন্য।

আগামী এক ডিসেম্বর'২০২৩ ইং
আমার শুভ জন্মদিন শুক্রবারটি।
শুরূ অপরূপ জীবন সায়াহৃ ভাবনা
চমৎকার খুঁশি মনোবল সুখ প্রেত।

ওহে বিধাতা একান্তই রহমত চাই
এক মাত্র তোমারই নিকট হতেই।
বছরটি দান করিও ঈমানী পূর্ণতায়
ভুল-ভ্রান্তি ক্ষমা সুন্দর রেখো দৃষ্টি।
×××××××××××××××××××
বাণী:ক্ষমা চাই;ক্ষমা চাই; বিগত বছর গুলির কোন প্রকার ভুল-ভ্রান্তির। সেই মন মানসিকতাই অনুভব যেই সকল মানুষেরা করবে। আর সেই সকল মানুষেরাই প্রকৃত ঈমানদার মানুষও বটে। ভুল করলে ভুলের ক্ষমা বিধাতা করেন। কিন্তু যারাই ইচ্ছাকৃত ভাবে বারংবার ভুল করে। সেই সকল ভুলের জন্য আল্লাহ্ ক্ষমা করবেন না। বিধায় প্রতিটি মানুষের সেই জ্ঞান জানার ও বোঝার ক্ষমতা থাকা চাই। অন্যথায় নয়।।