আমিও মানুষ তুমি ও তোমরা উভয়ই আমরা মানুষ
জন্ম যথা এক ধরণ; বংশ নাম জবে; ধন-রত্ন-অর্থ!
আয়-রোজগার-কর্ম-জ্ঞান-সুশিক্ষা-মোদের প্রত্যাশা
বংশ আছে; শিক্ষা নেই; শিক্ষা আছে; বংশে ছোট!

অর্থ আছে; বংশ ভাল নেই, বংশ ভাল শিক্ষা অল্প
স্বভাব-চরিত্র-শিষ্ঠাচার-সব মিলায়ে অত্যাচার মন।
কোথায় স্বর্গ; কোথায় নরক; হতভাগা হদসছাড়া
হদিস খুঁজে পাওয়া দায়;এমন করেই মানব চল।

কতকথা স্বপ্ন আঁকা মানুষ মন হৃদয় ভরা স্বপ্নরা
ঘুরতে থাকে প্রাণ মাঝে অস্তিরতা ব্যাকূল আত্মা!
কিসে সুখ; কিসে দুঃখ; শান্তির খোঁজে দিশেহারা
এই বিধাতার প্রশংসা! এই বিধাতা দেইনি কিছু!

এমন করেই আক্ষেপ করি আমরা মানুষ এ'ধরা
জন্ম মানুষ সৃষ্টি সেরা জীবন মান সকল জবান!
সেই জীব আমরা মানুষ যদি হতে পারি মানুষ
শিক্ষা-দীক্ষা-শিষ্ঠাচার-চরিত্রগুণ-স্বভাব-ভালো।

সেই মানুষ হই আমরা সত্য-নিষ্ঠার অপূর্ব জন
এমন জীবন কাম্য ‍‍"তোমাদের কথা আমি বলি"
চলো চলি একসাথে তবেই বংশ-মর্যাদা প্রাপ্তি
অন্যথায় অহং টহং গৌরব ধন-রত্ন অর্থই পন্ড।
×××××××××××××××××××××××
বাণী: সেই তারাই বংশ-মর্যাদা পূর্ণ ব্যক্তিত্ব। যারা প্রকৃত জ্ঞান অর্জন করে সত্য নিষ্ঠার মূল্যবান মানুষ হতে পেরেছেন। অন্যথা অহেতুক পাগল প্রলাপ বাক্য ছাড়া আর কি।