তোমরা কেমন করে বলো মানুষ আমরা
কেমন মানুষ আমি তুমি তোমরা?
মিথ্যা বলা স্বভাব; কথায় ছলচাতুরী দুষ্ট
কেমন রূচিবোধ মানুষ নাম আমরা?
আমার তো লজ্জ্বা করে ঐ'রকম অসভ্যতা
মন মধ্যে পিরা দেয়; যন্ত্রণা শেষ কি?
না না হয় না! মানুষ যদি না হই অমনুষ্যত্ব
জীবন চলা পথ সুশৃঙ্খল একনিষ্ঠ্য প্রাণ!
সকল তরে সমান ভাবনা মানুষ সবাই হবে
সেই মানুষেরাই পরপোকারী একমত।
থাকবে না কোন হিংসা বিদ্বেষ রোষানল মন
চক্ষুশূল বেদনা তুষের আগুন যন্ত্রণা প্রাণ।
আমরা সেই মানুষ; কেমন মানুষ তোমরা রও
বেদনার পিপাসা কেন দেখা দেও হ্নদয়ে?
সুখের নাগল সভ্যতা শুভকামনা সুন্দর চেতনা
সেই মানুষ হতেই হবে তবেই তোমরা মনুষ্য!
মুক্ত মন অপূর্ব অসাধারণ এ'জগৎ খানা সুউচ্চ
মন মাঝে মাধূর্যতা পরিপূর্ণ এক অনন্যতা।
চমৎকার ঊষা আলোক সজ্জ্বিত ঝলমল দিগন্ত
কেমন মানুষ তোমরা এমন কথাই সত্য।
****************************
বাণী: সুন্দর জীবনের সন্ধ্যান পেতে কঠোর পরিশ্রম ও পবিত্রতা বজায় কোন বিকল্প নেই। আর সেই জীবন মানুষ হিসাবে কাম্য।