আমিও বা কে
তুমি ও তোমরাও বা কে
কেনও বা চলছি?
কোথায় কোন নেশায়
কেমন করে চলছি?
কিসের বা নেশায়
ছুটছিও বা কেমনে?
সত্য সততা বলতে দেখি
শুনতে পাই লোক লোক মুখে
চলছিও বা বেশ চলছি চলি
কোথায় দেখা অদেখা মনটি!
শুভকামনা সকল চাওয়া মানুষ
আসল আর নকল দিব্বি চলছি।
পথের সন্ধ্যান কোথায়?
কে বলছে অনন্য অসাধারণ
একজনকে মিথ্যা বলে অপর জনকে সেবা মন!
এমন মানুষ চলছে তো চলছেই এ'ধরণী ভরপুর
একটি বার ভেবে দেখবেন কি সুবুদ্ধি জ্ঞানবান।
সারাটি জীবন অভিজ্ঞতায় ব্যবহার করূন সময় এখন
বলুন দেখুন সঠিক পথ চলছি কি আমরা এ'ধরা?
তবেই বলুন সত্য সঠিক আর মিথ্যার মিথ্যুক কে?
আমরা মানুষ জীবনবোধ অসাধারণ চলছি কি সত্য?
কাকে বলবো মনের কথা প্রকাশ্যে বলি শতমুখ সত্য
মনের মধ্যে লোভ-লালসার মিথ্যার ঝুঁলি কেমন মানুষ!
করছে খেলা মানুষ নিয়ে লজ্জ্বায় আমি মাথা উঁচু করতে
বলেন বিঘ্নতার স্বীকার মানুষ পরিচয় বলাবাহুল্য এ'জগৎ।
তাই তো তোমরা কে! আমি জানতে চাই তোমাদের নিকট
আসল আর নকল মানুষ জগৎখানা পরিমার্জনা শতধার।
মানুষের অধিকার আদায় মানুষই প্রতিবাদী সেই অর্থের
মূল্যায়ন কোথা হতে পাই ওরে টিকটক অবুঝ সমাজের
মানুষ অবুঝ আবেগ চেতনাবোধদ্বয়তার স্বীকার দলবল।
নিজকে আগে না চিনেই হতে চাওয়া অপরিপক্ক জ্ঞানের
সেই জ্ঞান হয় কি করে পেতে সভ্যতার বিকাশ অসামান্য।
*********************************
বাণী: বাক শক্তির অর্থ এই নয় যে কথা বলার শক্তি! অনেক সময় কথা না বলেও বাকশক্তি একদিন যোগ্যতার আলোকে প্রকাশ পেতেই পারে। যা নিজ ও দেশ এবং দশের কল্যাণ বয়ে নেওয়া সম্ভব।