যে দিনটি তোমাকে প্রথম দেখি
সে দিন হতেই দেখি তোমাকে।
অব্দি দেখছি কেমন আছো তুমি?
অনেক ভাল লাগে দু'নয়ন ভরে।
তুমি জান কি না জান অজানায়
অনেক ভালোবাসী শুধু তোমায়।
তোমাকে নিয়ে জীবন গল্প শুরু
হয় তো তুমি হরিণী নয়ন ভোলা!
হ্নদয় মাঝে দেইনি তারণা আমি
তোমাকে তুমি ভূল বুঝবে যদি।
মানুষ হিসাব বেঁচে থাকাটা চাই
ভালোবাসী কথাটি অমূলক হয়।
লজ্জ্বা কোথায় থাকবে শুনি বল
একটি বার শুনি বল আমায় বল!
ভালোবাসী কথাটি বলা কি সহজ
ভালোবাসা অটুট রাখা বড় দায়!
যে প্রেমে মন বলে ভালোবিসী ঐ'
কেন যেন বলে অপর জনা সখি!
তোমায় দেখা অপূর্ব মন সুহ্নদয়
চমৎকার ভাবনা সৃজন সুখপাঠ।
জীবন-যৌবন-দেখা-সুখ-শান্তির
চাওয়া-পাওয়া-মূল্যবোধ-চেতনা।
অসাধারণ অনুপ্রেরণা আশা ভরা
এ'ধরা এমন একটি জগৎ সংসার।
সবই যেন নর্সাৎ চমৎকার মুগ্ধতা
স্নিগ্ধ রূপালী ইলিশ সর্বকাল সেরা।
নদীর গর্ব স্বার্থকতা জলাশয় মৎস্য
প্রেম তেমনটি ভরসা তোমায় দেখা।
*********************
বাণী: মানবতা ও একই পাত্রে সারাটি জীবন মধুপূর্ণিমা। অপূর্ব চরণ সুউচ্চারণ প্রেম-শোভা তোমায় দেখি আপনত্ব সুহ্নদয় ভরা। তেমন মানুষেরাই ঊষার আলোক ছড়ায়। ঐ'সকল মানুষেরাঈ ভালোবাসা জীবন সংসার ভরপুর থাকে। এমন জীবনই কাম্য মানব ও মানবতা জগৎখানায়।