আমি একদিন থাকবো না এই দুনিয়াতে
বিধাতার নিয়ম সকল মানবই মান‍্য!
জীবন চলার পথে কাউকে মন্দ যদি বলি
ক্ষমা করে দিও আজিকের এই দিন।

আর কখনো করবো না ঐ'রকম ভুল এ'ধরা
অন‍্যায় অপরাধ করে লিখতে চাই না!
চাই না লিখতে কবিতা অপরাধী মন প্রাণ হ্নদ
আত্মার শান্তি হয় কি মানুষ মানুষ ক্ষতি?

জীবে দয়া করে যেই জন; সেই জন বিশেষঃস্বর
মানুষ প্রেম বিরহ হতাশা অপরাধ জীবন।
সেই জীবন আমি কামনাই করি না কোন ভাবেই
সর্বনাশা মনটি দিয়ে লিখবো কবিতামন!

না; না; না;
না- না আমি অপরাধ হাত দ্বারা লিখতে চাই না...
না- না কোন অবস্থাতেই লিখবো না কভিতা।
না- না হয় হবে না লেখা কবিতা থাক না লেখক
চেতনা ভরা জাতিগত সুন্দর ভাবনা সেরা।

পাপী মনটিতে কত সুন্দর ছন্দ তাল লেখা কবিতা
কি লাভ হবে ঐ'রকম ছন্দবেশ রশিকতা ভরা?
প্রাণ মন জয় আমরা সাথী দল সকল মনুষ‍্য সেরা
আমি তোমাদের কবি থাকবো সকল হ্নদয়টি।
*****************************
বাণী: একজন কবি হতে অবশ‍্যই আদর্শ হতে হবে। কবির কবিতা পাঠ করবে প্রজন্মরা। প্রজন্মরা যেন কবির রচিত কবিতা পাঠে প্রকৃত কবি ও কবির মনুষ‍্যত্ব পরিচয় খুঁজে পায়। একজন শিক্ষার্থী যেন ধোঁকা না খুঁজে পায় কবি কলমের কালি হতে। সেই অনুশাসন প্রতিটি কবিগুরু জনায় থাকাটা অবশ‍‍্যই কাম‍্য।