অনেক পথ হেঁটেছি বহুদিন ধরে
অদেখা দেখে আসছি!
তোমাদের মাঝে অনেকের মধ‍্যে
শুভ-সূচনা শুভকামনা!

কোথায় দেখা কোথায় অদেখা ঐ
সভ‍্যতার অপূর্ব শোভা!
সকল মাঝে দেখা দেখি সুখ-শান্তি
দেখা কোথায় অশান্তি?

এরই মাঝে একটি হতাশা দেখতে
চাপা ক্ষোভ চাপা চাওয়া।
সুখ সুখ করে কেঁদে ফেরা অপ্রিয়
মানুষ বুদ্ধিমান না হলে যা!

সেই মানুষ তখনই বিদ‍্যতায় পূর্ণ
নিজকে চিনতে শেখে যারা।
সূখ কখনো চাওয়াটা ঠিক নয় জানি
সুখেরই জন‍্য কর্মটা চাওয়া।

অনেক অর্থের মধ‍্যে শান্তি নেই শুনি
মন মধ‍্যে সুখ অল্পে তুষ্টি।
প্রচেষ্টা কখনো কোন মানুষ নয় ক্ষতি
মানুষ হবে মানুষের জন‍্যই।

সেই মানূষ কবরে না কখনো দুষ্ট মন
অপর টকানো কর্ম নয়তো।
অদেখা অচেনা সব জানতে চাই অর্জন
মানুষ সব তোমাদের দেখা।
***********************
বাণী:চলমান