এই দুনিয়ার মানুষ আমরা সকল
সকলেই এ'ধরণী চলা চল।
করছি বাস আপন পর গল্প-স্বল্প
শিশুকাল কিশোরকাল বয়স্ক।
কথা বলতে পারি বলছি প্রয়োজন
অপ্রয়োজন সর্বক্ষণ ঘুমবাজ।
চেতন মানুষ অবচেতন ভাবনা চল
ঘুম মানুষ ঐ'সময় টুকুশুদ্ধ!
দেহে প্রাণ থাকতে অশুদ্ধ মানুষ মন
হর-হামেশায় করছি অবহেলা..
নিজ জীবনকে দিচ্ছি ফাকী স্বপ্নদ্বন্দ
ঊষার আলোক ছড়াতে অন্ধ।
আমি তুমি আমরা তোমরা সকলেই
বলি মানুষ। আসলেই কি...
আমরা প্রকৃত অর্থ কি মানুষ হয়েছি
সত্য বলতে মিথ্যাচার ভরা।
একটু বেড়ে উঠলেই কতটা বুদ্ধি বুঝি
হাঁটু জল ডুলবে গল্প গলাজল।
সেই মানুষ আবার ধর্মীয় শোভা বর্ধনে
ধূতি-পাঞ্জাবী-কোর্ট-টাই-প্যান্ট।
কোমর বন্দনি যে অপুর্ব বেল্ট কষায়
পায়ে পরিধান বেশ দামী জুতা।
যেন ফুল বাবু নওশা সাঁজ নতুন বর
কত কথা মনে পড়ে তোমরা?
সত্যটা কি অভুলাই থাকবে হায়রে
মানুষ সমাজ চলাচল এ'ধরা?
তোমরা আমার ভাই-বোন-সম্পর্ক
যে যাই হও না কেন তোমরা।
সঠিক মানুষ হতে সঠিক ধীর মনবল
সেই তোমরা আমার ভাই-বোন।
জীবন চলার পথে আসবে শত-বাঁধা
তাই বলে অশুভ পথ নয় তো চল।
**********************
বাণী: তোমরা সেই আমার মত হবে যে দিন সত্য ও সত্যের পথে একসাথে পথ চলা শিখতে জানতে হবে। আর তখনই একে অপর সঠিক পথ চলতে শেখা ও বিধাতার বিধান মেনে চলা। সেইসতখনই তোমরা আমরা এক ও এক সাথে উত্তম পথের পথিক হতে পারা। তবেই আমরা সত্যতার বলে বলিয়ান এ'ধরণী চলাচল। যেথায় আমরা যেতে চাই। সেথায় আমরা এক ও অনন্য। অন্যথায় মুখোশ পরিহিত যা যাবর মানুষ নাম ব্যতিত আর কিছুই নয়।