ঠকানো;
ঠ-তে যে যাকে ঠকায় সেও এক সময় ঠকে
কার মাধ্যমে ঠকবাজ ঠকে?
যাকে সে ঠকিয়ে ছিল একদিন
সে না ঠকালেও অপরের নিকট ঠিকই ঠকে
চমৎকার না? কি অসাধারণ ঠক!
ঐ'সকল ঠকবাজ পরিবার একে অপর ঠক
শুধু ঠকবাজ নয়! কর্মই ঠকবাজ!
অধঃপতন ভবিষ্যৎ একে অপর চলমান চল
সেই সকল অমানুষরা জেনেও..
করে অপকর্ম এ'ধরার বুকে শতধা অপরাধী
হতে চায় না সংশোধন মন-প্রাণ।
ধ্বংস হবে দুনিয়া-আখেরাত তার পরেও অন্ধ
ওরা অন্ধ! চোখ থাকে অন্ধ ভুলপথ।
কে;
কে কাকে ঠকায় ওরা একে অপর অপরাধী
একজন ঠকায় আরেক জন ঠকে।
তার তো ঠকনে ওয়ালা ভাবনা সুযোগ খোঁজে
সুযোগ সন্ধানী সুযোগ ভাবনায়..
বিভোর অঘুমা মন-প্রাণ ঠকবাজকে ঠকাতেই
আনন্দ মিছিল শেষ হাসি হাসতে!
কোথায় স্বর্গ ওদের জীবনবোধ রচনা দেখতে
সেই সুযোগ সৌভাগ্য তল্লাস সদা।
তবুও দিশেহারা পথ পায় না খুঁজে একে অপর
কে কোথার কার ভাবনা অসভ্যতা।
ঠকায়;
ঠকবাজ ঠকায় একজন ঠক বাজও ঠকায়
ঠকানো ওয়ালাকে এমন মন-মানুষ!
ওরা যে মানুষ নয়' কুশিক্ষার্জন অপদার্থ সেরা
সেই সেরা থাকবে না কোন পূর্ণতা।
শোনরে ঠকবাজরা দেখেও শিখতে পারিস না?
তাহলে মানুষ হবি কেমনে বলশুনি?
সেই দিন শুনবি যে দিন ধ্বংস হবি একেবার
সেই দিন আর সময় থাকবে না'ঐ!
তাই তো ঠকবাজ ঠকে যে যাকে ঠকায় বিচার
অবধারিত কোন মার্সি নয় জগৎখানা।
বিধাতা ছাড় দেন ছেড়ে দেন না শুধু সময় কথা!
সুযোগ ও সময় যৌবন আলো শুধরাও।।
নয়তো ডুববে ডুব খাবে চিরচেনা ধ্বংস লীলায়
মানবতায় অদেখা মানবিক মনুষ্যবোধ।
ওরে ঠকবাজ ঠকানো দলবল অশুদ্ধতা পরিছয়
যে ঠকায় সেও ঠকে ঠকবাজ ঠক্করেই!