মানুষ হবে প্রকৃত মানুষের মত মানুষ
শিশুকাল হতে গড়ে উঠবে সুশিক্ষায়।
জীবন তটের স্বপ্ন গড়তে উন্নত মনটি
সামনে নজর রেখে শুদ্ধ পথের পথিক।

তখনই হতে পারবে; যখনই সত‍তার
বলে বলিয়ান উত্তম স্বভাব-চরিত্রাত্ব!
কোন প্রকার ধান্ধার জীবন করবে না
কাম‍্য। এ'ধরণিতে, তবেই সেরা তুমি।

এমন প্রত‍্যয়িত মন অধিকারী মানুষরা
সর্বগুণে গুণাম্বিত এ'ধরা সুখ চল।
নিজ ভাল থাকবে; অপরকেও রাখবে
সেই চেতনা মন মানুষরাই সেরা।
**********************
বাণী: সেরা হতে ফেইজ বুকে ছবি ও ইতিহাস পোষ্ট করে কিছু সংখ‍্যক লোকদের প্রশংসা পেয়ে বাহবা পেলেই সেরা হওয়া যায় না। সেরা হতে সভ‍্যতা বিকাশ অনন‍্য পবিত্র মনের অধিকারী মানুষেরাই প্রকৃত পক্ষে সেরা ও উত্তম।