প্রজন্মরা জেনে রাখো, শুনে নাও-যাও, কেমন ছিল
রাষ্ট্র এ'দেশ বাংলার ছাত্র-জনতা-সাধারণেরা।
যৌতিক দেশ স্বৈরাশাসক বিরূদ্ধাচারণ কন্ঠস্বর ছাত্ররা
কত পাশবিক শক্তি জেল-জুলুম-নির্যাতন স্বীকার।

প্রহর গুণতে হয়েছে স্বাধীন দেশ বাংলার জনতা সকল
ছিলে না কি জনতা মানস কন‍্যা জন-দরদী মনুষ‍্য?
সত‍্য অপপ্রচার আড়াল মিথ‍্যা লুকায়িত তোমার মনটি
ধ্বংস করে দিয়ে বহুদায় দেশটা বড়ই ক্ষতিতে।

সাধারণ ছাত্র-সমাজ নীপিড়ন দায়ভার কে নিবে শুনি!
কখনো কেউ নিবে না বেঈমান রাষ্ট্র শাসকতুমি।
অসৎ কর্ম-দায়ে দেশ-ছাত্র-সাধারণ জনতা রূখে দিল
অমানবিক রাজ-নৈতিক রোষানল স্বীকার মানুষ।

বিশিষ্ট‍্য বিরোধী রাজনৈতিক দলবল বৈষম‍্য ছাত্র এ'দেশ
সেই তো সোচ্ছার স্বৈরাশাসক বিরূদ্ধ দেশ-জনতা।
কোটা বৈষম‍্য ইস‍্যুর অপর নাম ফ‍্যাসিবাদ সরকার হটাও
সরকার পতন অসহযোগ আন্দোলন তীব‍্র-তিব্রতর!

সরকার অনৈতিক আদেশ প্রাণ যায় নিরীহ বাংলা সন্তান
শিশু-ছাত্র-নাম না জানা সাধারণ জনতা দেশজনতা।
দেশের খেয়ে দেশের পড়ে, দেশকেই ধ্বংস করলে নিজে
এই হয় যদি মানুষ পাষন্ড হ্নদয়হীন পশুমন চরিত্র।

সেই মানুষ কখনোই হতে পারে না দেশপ্রেম অনন‍্য দেখা
বড় বড় কথা বলেছিলে রাজনৈতিক ময়দান চত্তরে।
অপর প্রতিদ্বন্দী রাজনৈথিক দলবল নামে যত সব বদনাম
রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে রাষ্ট্রীয় উন্নয়ন কাজ নয়!

করেছো বেহিসাবী অপব‍্যাখ‍্যা অপপ্রচার মানুষ হয়ে মানুষ
অত‍্যাচার নির্যাতন; সত‍্য তোমার বোঝা ছিল দায়!
তাই তো তোমার অত‍্যাচার কর্মফল আজিকের ছাত্র বৈষম‍্য
পরিচয় সমগ্র বাংলার সর্বস্তর জনতা উৎতাল ঢেউ।

ফ‍্যাসিবাদ সরকার চাই না' চাই পদত‍্যাগ! এমন স্লোগানের
এক প্রতিধ্বনি বাংলা বুকটিতে, মুছে দিয়ে গেলে..
স্বাধীনতার রচিয়তা তোমারই নামটি নিজ কুকর্ম ফল বাংলা
এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়াই ছিল ভুল!

তাই তো রূখে দিল দেশ ছাত্র-জনতা একত্রে কুসন্তান তুমি
কুর্ণিশ সাধুবাদ ছাত্র-জনতা স্বৈরাশাসক প্রতিহত।
তাই তো নতুন করে সাঁজ দেশ হবে দূনীতি মূক্ত প্রজন্মদের
এক অনন‍্য রাষ্ট্র উপহার দ্বিতীয় স্বাধীনতা অর্জন।
***********************************
বাণী: চলমান