ছুটছে মানুষ কিসের নেশায়
কেমন করে ভাবছে ভাবনা?
কিসের আশায় ছুটছে তারা
কোন নেশায় চলছে চেতনা?
জামানা বলতে কথা রয়েছে
ময়-মুরব্বিরা সকলেই কয়!
শেষ জামানা এসে যে গেছে
খাই খাই নাই নাই পাই পাই!
এমন নেশায় দিশেহারা পথটি
কাকে মারবে ধরবে সেই তো'
এমন ভাবনায় বিভোরতা মন
জীবন করছে সর্বশান্ত কেন'রে?
মানুষ কোথায় খুঁজে পেতেই
দিশেহারা এ'জীবন সায়াহ্নে।
তবুও চলে আসছি এ'ধরা তট
বিধাতার বিধান নিয়ম বালাই!
আমরা মানছি কত জনা জানি
শূন্যতায় মন মানসিকতা রূপ!
যতই করি মুখে বিধাতা গুণের
প্রশংসা, আসলে কি ওরা সভ্য?
মানবতার মহানুভবতা পরিচয়
সব শুধু মুখে মুখে অন্তর অন্য!
মিথ্যা স্বার্থ পরচর্চা পরনিন্দায়
লাভ খুঁজে ফেরে সর্বক্ষণ দেখা।
প্রকৃতই মানুষ এতোটা স্বার্থপর
তার পরেও কি জীবন সুন্দর?
চলছে কি অনন্য জীবনবোধের
দেখা সংসার পরিবার পরিজন?
আজ কাল যা দেখা দু'দিন পর
শুনতে পারি হাউ মাউ কাউ কাউ!
যতই ধন-দৌলত-অর্থ-কড়িতে
ভরপুর সাহানশাহ শানসৈকত।
******************
বাণী: মানুষ মানবতা জীবন চরিত্র
চলমান..