সুরের কন্ঠি সুরেলা গায় মনের সুখে গান
আমিও একজন গান প্রিয় মানুষ!
মনে মনে গেয়ে চলি পথ দূর অজানায়
জীবন চলার পথে কত জানা জ্ঞান।
তাই তো সব প্রকাশ করে যেতে চাই আমি
হ্নদয় মধ্যে জমে থাকা অপ্রকাশিত।
জানা-অজানা কত শত অভিজ্ঞতা এ'ধরণী
কোথায় স্বর্গ; কোথায় নরক; জানতে।
পথ চলে আসছি প্রায় পাঁচ'টি যুগ চলমান
স্বর্গ সুখের খোঁজে খুঁজে চলেছি অদ্য!
কে কাকে সাধু ভাবে এমন কে আছে বিজ্ঞ?
লোভ-লালসা স্বীকার আপন-পর সব।
মনুষ্যত্ববোধ ক'জনাদের রয়েছে এ'জীবনটি
শত হাজার লক্ষ কোটি মানুষকে দেখা।
মুখে বলে ভাল ভাল কথা প্রকৃত পক্ষে অন্য
তাই তো কাকে বলি মনের কথা অভয়ে?
এক জনের দুঃখের কথা শুনেই নিতে সুযোগ
ওৎ পেতে বসে থেকে লাভ খুঁজে ফেরে।
তাই বলি কোথায় সুর-তাল কি করে গাই গান
সুর যে ভুলে যাই একদম ভুল হয়ে যায়।
নিজ ভালো তো সব ভালো সেই অনুপ্রেরণা মন
স্বর্গ খুঁশি নিজ সুকর্ম মাঝে নয় মনুষ্যত্বতা।
মানুষ মাঝে খুঁজলে দেবতা বিধাতার অখুঁশি স্বর্গ
সুর মূর্ছনায় তাই তো চলি সঠিক সেই স্বর্গ।
****************************
বাণী: সুর তখনই মানুষ মধ্যে জাগ্রত হয়ে থাকে। যখন নিজ জীবনের মূল্য মানুষ বুঝতে পারে। মানুষ যা কিছু করে, লোভ-লালসার বসবর্তী হয়েই করে থাকে। সেই জন্য মানুষ কখনোই ঈশ্বর সানিধ্যতা লাভে ধন্য হতে পারে না। যদি কোন মানুষ বলে থাকে। তা হলে ধরে নেওয়া যেতে পারে ভন্ডামী চরমাকারে ভর করে সুর মূর্ছনায় অন্তরায় ব্যতিত আর কিছু নয়।